ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ছয় সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৯, ৩০ এপ্রিল ২০১৮ | আপডেট: ২১:৪০, ২ মে ২০১৮

সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য সুসংবাদ। ছয়টি সরকারি প্রতিষ্ঠানে জনবল নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে সম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের পাঁচটি পদে ২৩০ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত দুটি ভিন্ন ভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি থেকে তথ্যটি জানা গেছে। প্রতিষ্ঠানটি ট্রেসার, অফিস সহায়ক, অফিস সহায়ক, চৌকিদার/নৈশপ্রহরী, ক্লার্ক কাম টাইপিস্ট পদগুলোতে লোক নেবে।

জ্বালানি তেল শোধনাগার : বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অঙ্গ প্রতিষ্ঠান দেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড আট পদে ৩৫ জনকে নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সিনিয়র হেড অ্যাসিস্ট্যান্ট (গ্রেড-১) (পারচেজ/অডিট/লিয়াজোঁ অফিস/ট্রেনিং), জুনিয়র মেকানিক্যাল হেলপার (মেশিনিস্ট),জুনিয়র মেকানিক্যাল হেলপার (ক্রেন),জুনিয়র মেকানিক্যাল হেলপার (পাইপ ফিটার), জুনিয়র মেকানিক্যাল হেলপার (জেনারেল মেকানিক্যাল ফিটার), জুনিয়র ফায়ার ফাইটার (ড্রাইভার),  কুক, জুনিয়র সিকিউরিটি গার্ড পদগুলোতে লোক নেওয়া হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ : বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ১০টি পদে ১০৭ জনকে নিয়োগ দেবে। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটি সহকারী যান্ত্রিক প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী (মেরিন/যান্ত্রিক), উপ-সহকারী প্রকৌশলী (পুর-কৌশল),  কারিগরি সহকারী (মেকানিক্যাল), কারিগরি সহকারী, ডিজেল মেকানিক, ইলেকট্রিশিয়ান (জাহাজ),  ওয়েল্ডার, গ্রিজার পদে লোক নেয়া হচ্ছে।

ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি : বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিষ্ঠান ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) লিমিটেড ১৫ পদে ৭১ জনকে নিয়োগ দেবে। প্রতিষ্ঠানটি দুটি ভিন্ন ভিন্ন বিজ্ঞপ্তিতে নিয়োগের খবরটি জানিয়েছে। প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, উপ-বিভাগীয় প্রকৌশলী, সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ/অডিট), সহকারী ব্যবস্থাপক (এইচআর/ প্রশাসন), সহকারী প্রকৌশলী (আইসিটি), সহকারী সচিব (লিগ্যাল), সহকারী ব্যবস্থাপক (এইচএসইকিউ), স্টোর অফিসার, সিকিউরিটি অফিসার, জুনিয়র সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ/ অডিট), জুনিয়র সহকারী ব্যবস্থাপক (এইচআর/ প্রশাসন), উপ-সহকারী প্রকৌশলী, অফিস সহকারী, টেকনিক্যাল অ্যাটেনডেন্ট পদে জনবল নেয়া হবে।

মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস : প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসে (এমইএস) ১২ পদে ৯৯ জনকে নিয়োগ দেয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নির্ধারিত জেলার প্রার্থীরা পদগুলোতে আবেদন করতে পারবেন। ইউডিএ অর্থাৎ আপার ডিভিশন অ্যাসিসট্যান্ট, সাঁটমুদ্রাক্ষরিক কাম কমপিউটার অপারেটর, ড্রাফটসম্যান ক্লাস-‘সি’,অফিস সহকারী, স্টোরম্যান, এমটি ড্রাইভার, ফটোকপি অপারেটর, ফটোকপি অপারেটর (পূর্বের জি অপারেটর), দফতরি, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নকর্মী হিসেবে লোক নেয়া হবে।

প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট : বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) বাস্তবায়নাধীন রেড চিটাগাং ক্যাটেল উন্নয়ন ও সংরক্ষণ প্রকল্প (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পে চাকরি করার সুযোগ পাওয়া যাচ্ছে। প্রতিষ্ঠানটি সাত পদে অস্থায়ী ভিত্তিতে ২৫ জনকে নিয়োগ দেবে। এ সংক্রান্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
বৈজ্ঞানিক কর্মকর্তা (জেনেটিকস অ্যান্ড ব্রিডিং/ডেইরি/পশু পুষ্টি/পশু বিজ্ঞান),  ভেটেরিনারি সার্জন, কমিউনিটি গবেষণা সহকারী, হিসাবরক্ষক, ল্যাবরেটরি টেকনিশিয়ান, এআই টেকনিশিয়ান, সিমেন কালেক্টর নেওয়া হবে প্রতিষ্ঠানটিতে।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি