ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

৪১ জন প্রভাষক নিয়োগ দেবে কৃষি বিশ্ববিদ্যালয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৬, ৩ মে ২০১৮ | আপডেট: ২০:৫৬, ৪ মে ২০১৮

কৃষি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ২৮ পদে ৪১ জন প্রভাষক  নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম ও পদসংখ্যা

প্রভাষক

১) এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগ-০১ টি

২) মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগ-০১ টি

৩) ফিজিওলজি বিভাগ-০১ টি

৪) প্যাথলজি বিভাগ-০১ টি

৫) সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগ-০২ টি

৬)কৃষিতত্ত্ব বিভাগ-০২ টি

৭)মৃত্তিকা বিজ্ঞান বিভাগ-০১ টি

৮) উদ্যানতত্ত্ব বিভাগ-০১ টি

৯) কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ-০১ টি

১০) কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ-০২ টি

১১) কৃষি রসায়ন বিভাগ-০২ টি

১২) এগ্রোফরেস্ট্রি বিভাগ-০১ টি

১৩) এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ-০১ টি

১৪) সীড সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগ-০১ টি

১৫) পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগ-০১ টি

১৬) পশুবিজ্ঞান বিভাগ-০২ টি

১৭) পশুপুষ্টি বিভাগ-০২ টি

১৮) ডেয়রি বিজ্ঞান বিভাগ-০২ টি

১৯) পোল্ট্রি বিজ্ঞান বিভাগ-০২ টি

২০) কৃষি অর্থসংস্থান বিভাগ-০১ টি

২১) কৃষি পরিসংখ্যান  বিভাগ-০১ টি

২২) কৃষি ব্যবসা ও বিপণন বিভাগ-০২ টি

২৩) সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ-০১ টি

২৪) ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগ-০২ টি

২৫) কম্পিউটার সায়েন্স এন্ড ম্যাথমেটিক্স বিভাগ-০১ টি

২৬) একোয়াকালচার বিভাগ-০২ টি

২৭) গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই)-০১ টি

২৮) ইনস্টিটিউট অভ এগ্রিবিজনেস এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (আইএডিএস)-০২ টি

আবেদনের নিয়ম

আবেদনের নিয়ম, যোগ্যতা এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তি  দেখুন।

আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ মে, ২০১৮ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে দরখাস্ত পৌঁছাতে হবে।

সূত্র: দৈনিক ইত্তেফাক (৩ মে, ২০১৮)

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি