ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

চাকরির ভাইভায় পরীক্ষকদের পছন্দের পোশাক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩১, ৬ মে ২০১৮

Ekushey Television Ltd.

যদিও ব্যক্তির দক্ষতা, অভিজ্ঞতা বা কতোটা কর্মক্ষম তা পোশাক-পরিচ্ছদে বোঝা যায় না, তারপরেও পোশাক হলো ব্যক্তিত্বের প্রতীক। চাকরির জন্য সাক্ষাৎকার দিতে যাওয়ার আগে কেমন প্রস্তুতি নিবেন তা নির্ভর করে চাকরির ধরন ও পদের ওপর। চলুন জেনে নিই সাক্ষাৎকার দিতে যাওয়ার আগে কিভাবে প্রস্তুতি নিবেন-

উজ্জ্বল রংকে না

অতিরিক্ত উজ্জ্বল রং এড়িয়ে চলুন। বরং চেষ্টা করুন, সাদা, কালো, নেভি ব্লু, বাদামি বা ছাই রঙের মতো কিছু রঙের পোশাক নির্বাচন করতে।

পূর্বপ্রস্তুতি

সাক্ষাৎকার দিতে যাওয়ার অন্তত একদিন আগেই পোশাক নির্বাচন করে রাখুন। সেগুলোকে ভালোভাবে আয়রন করে গুছিয়ে রাখা উচিত।

ফুলহাতা শার্ট

হালকা রঙের ফুলহাতা শার্টের সঙ্গে কালচে রঙের স্যুট অথবা কালচে রঙের শার্টের সঙ্গে হালকা রঙের স্যুট হতে পারে সাক্ষাৎকারের জন্য সঠিক পছন্দ।

ফরমাল জুতা

পোশাকের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জুতা। জুতার সঠিক নির্বাচন ব্যক্তির ব্যক্তিত্বের প্রতিকৃতি হিসেবে কাজ করে। তাই কালো বা তামাটে রঙের ফরমাল জুতা নির্বাচন করা যেতে পারে।

আনুষঙ্গিক জিনিসপত্র ও রঙের সমন্বয়

জুতার রঙের সঙ্গে মিল রেখে বেল্টের রং বাছাই করুন। সেই সঙ্গে লক্ষ রাখুন সেগুলো যেন দৃষ্টিকটু না হয়।

একে//টিকে  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি