ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

আবুল খায়ের টোব্যাকোতে নিয়োগ   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৯, ১৭ মে ২০১৮

আবুল খায়ের টোব্যাকো কোং লি: এর মার্কেটিং বিভাগে তামাকজাত পণ্য বাজারজাতকরণের উদ্দেশ্যে উপযুক্ত বেতনে ‘এ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার’ পদে ওয়াক-ইন-ইন্টাভিউ এর মাধ্যমে কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

বেতন  

১৮০০০ টাকা

কর্মস্থল

বাংলাদেশের যে কোনও এলাকা

শিক্ষাগত যোগ্যতা

ন্যূনতম স্নাতক/সমমানের পাশ হতে হবে।

উচ্চতা

সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। 

অন্যান্য যোগ্যতা

স্মার্ট, চটপটে ও ভালো উপস্থাপনা দক্ষতা সম্পন্ন হতে হবে।

অভিজ্ঞতা

সিগারেট বাজারজাতকরণে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 

আবেদনের নিয়ম

প্রত্যেক প্রার্থীকে মানব সম্পদ বিভাগ, একেটিসিএল বরাবর স্ব-হস্তে লিখিত আবেদনপত্রের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট (সম্প্রতি স্নাতক উত্তীর্ণ প্রার্থীদের জন্য সার্টিফিকেট/মার্কশিট এর যে কোনও একটি) এর সত্যায়িত ফটোকপি, তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বরসহ) সংযুক্ত করতে হবে।

সাক্ষাৎকারের তারিখ

ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে আগামী ২৩ মে ২০১৮ তারিখে। আর রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে আগামী ২৪ মে ২০১৮ তারিখে।

উপস্থিতির সময়

সকাল ৯টা হতে দুপুর ১২টা

উপস্থিতির ঠিকানা

বাড়ী নং-৭৫, রোড-৯/এ, ধানমন্ডি আবাসিক এলাকা (স্টার কাবাব এর পিছনে), ঢাকা-১২০৯।

বিস্তারিত জানতে

বিস্তারিত জানার জন্য মোবাইল নম্বর ০১৭১৪০৩০৮০০ এ যোগাযোগ করা যাবে।

সূত্র: প্রথম আলো, ১৬ মে ২০১৮, পৃ.১৩

একে//এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি