ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

অধ্যাপক নিয়োগ দেবে বিএসএমএমইউ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫০, ২২ মে ২০১৮

অধ্যাপক নিয়োগ দেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম

অর্থোপেডিক সার্জারি (অর্থোস্কোপি) বিভাগে অধ্যাপক 

যোগ্যতা

এমবিবিএস অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। নির্দিষ্ট বিষয়ে এমফিল, এমএসসি, পিএইচডি অথবা ডিফিল ডিগ্রি অথবা সেই বিষয়ে সমমানের পোস্টগ্রাজুয়েট হতে হবে।

অভিজ্ঞতা

নির্দিষ্ট বিষয়ে নিয়মিত পাঁচ বছরের সহযোগী অধ্যাপক অথবা সমান পদমর্যাদায় শিক্ষকতা করা অভিজ্ঞতা থাকতে হবে।

প্রকাশনা

কমপক্ষে সাতটি গবেষণা প্রকাশনা থাকতে হবে।

আবেদনের নিয়ম

প্রার্থীগণকে রেজিস্টার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এর অনুকূলে পূবালী ব্যাংক লিঃ, ঢাকা শাহবাগ এভিনিউ শাখার উপর এক হাজার টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নির্দিষ্ট আবেদনপত্রে ১০ কপি আবেদন, পাসপোর্ট আকারের ১০ কপি ছবি, ১০ কপি গবেষণা প্রকাশনাসমূহের ফটোকপি প্রেরণ করতে হবে। এছাড়া বিজ্ঞপ্তি এবং আবেদনপত্র সংগ্রহ করতে প্রতিষ্ঠানটির ওয়েবসাই www.bsmmu.edu.bd দেখুন।

আবেদনের সময়সীমা

আগামী ৫ জুন ২০১৮ তারিখ বেলা ২টা ৩০ এর মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে।

সূত্র: ইত্তেফাক, ২২ মে ২০১৮, পৃ.৫

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি