৩২ জনবল নিয়োগ দেবে হামীম টেক্সটাইলস লি:
প্রকাশিত : ১৩:৩৫, ৯ জুলাই ২০১৮
গাজীপুরে অবস্থিত হামীম টেক্সটাইলস লিমিটেডে ১৭ পদে ৩২ জনকে নিয়োগ দেওয়া হবে। ডেনিম, স্পিনিং ও ওভেন এর সমন্বয়ে গঠিত এই প্রতিষ্ঠানে বিভিন্ন ইউনিটের জন্য এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।
পদের নাম ও সংখ্যা
জিএম/ডিজিএম (এডমিন এন্ড এইচ.আর) পদে ১ জন
যোগ্যতা
এমবিএ (এইচআরএম) ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট কাজে ১২ থেকে ১৫ বছেরের অভিজ্ঞতা থাকতে হবে। অবসরপ্রাপ্ত মেজর/লে: কর্নেল হতে হবে।
পদের নাম ও সংখ্যা
জিএম (প্রোডাকশন) পদে ১ জন
যোগ্যতা
বিএসসি টেক্সটাইল/সমমান ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে ১৫ বছেরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম ও সংখ্যা
এজিএম/ডিজিএম (প্রোডাকশন) পদে ২ জন
যোগ্যতা
বিএসসি টেক্সটাইল/সমমান ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে ৮ থেকে ১০ বছেরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম ও সংখ্যা
সহকারী ম্যানেজার/ম্যানেজার (ডাইয়িং/ফিনিশিং) পদে ৩ জন
যোগ্যতা
বিএসসি টেক্সটাইল/সমমান ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে ৭ থেকে ৮ বছেরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম ও সংখ্যা
সহকারী ম্যানেজার/ম্যানেজার (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল) পদে ২ জন
যোগ্যতা
বিএসসি (মেকানিক্যাল/ইলেট্রিক্যাল) ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে ৭ থেকে ৮ বছেরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম ও সংখ্যা
অফিসার (এইচআর) পদে ২ জন
যোগ্যতা
এমবিএ (এইচআরএম) ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে ৩ বছেরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম ও সংখ্যা
অফিসার (এডমিন) পদে ২ জন
যোগ্যতা
স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে ৩ বছেরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম ও সংখ্যা
মেডিক্যাল অফিসার পদে ২ জন
যোগ্যতা
এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে ২ বছেরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম ও সংখ্যা
অফিসার (কমার্শিয়াল) পদে ১ জন
যোগ্যতা
এমবিএ/সমমানের ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে ১-২ বছেরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম ও সংখ্যা
অফিসার (পারচেজ) পদে ১ জন
যোগ্যতা
স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
পদের নাম ও সংখ্যা
অফিসার (মার্কেটিং) পদে ৩ জন
যোগ্যতা
স্নাতকোত্তর/সমমান (মার্কেটিং) ডিগ্রি থাকতে হবে।
পদের নাম ও সংখ্যা
প্রোডাকশন অফিসার (এসপিও/পিও) পদে ৭ জন
যোগ্যতা
বিএসসি টেক্সটাইল/স্নাতক/সমমান ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে ২ থেকে ৫ বছেরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম ও সংখ্যা
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পদে ১ জন
যোগ্যতা
ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে ৫ থেকে ৭ বছেরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম ও সংখ্যা
অফিসার (স্টোর) পদে ১ জন
যোগ্যতা
স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে ৩ থেকে৫ বছেরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম ও সংখ্যা
ফোরম্যান (ইলেকট্রিক্যাল) পদে ১ জন
যোগ্যতা
এসএসসি পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে ৫ থেকে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম ও সংখ্যা
ইলেকট্রিশিয়ান পদে ১ জন
যোগ্যতা
এসএসসি (এবিসি সার্টিফিকেট থাকতে হবে)। সংশ্লিষ্ট কাজে ৫ থেকে ৭ বছেরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম ও সংখ্যা
এ. সি. টেকনিশিয়ান পদে ১ জন
যোগ্যতা
এসএসসি পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে ৫ থেকে ৭ বছেরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা mamun.hr@hameemdenim.com, agm.hr@hameemdenim.com ই-মেইলে অথবা হামীম ডেনিম লি: প্রধান কার্যালয় ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, সাতরাস্তা, ঢাকা বরাবরে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের এই ঠিকানায় জীবনবৃত্তান্ত, ২ কপি ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করতে হবে।
আবেদনের সময়সীমা
আগামী ১৫ জুলাই ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
সূত্র: সমকাল, ৯ জুলাই ২০১৮, পৃ.২
একে//
আরও পড়ুন