বাংলাদেশ ক্যাডেট কলেজে চাকরির সুযোগ
প্রকাশিত : ১৫:২৩, ১১ জুলাই ২০১৮
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেনাবাহিনী সদর দফতর অ্যাডজুট্যান্ট জেনারেল শাখা ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ। ক্যাডেট কলেজগুলোয় বিদ্যমান শূন্য পদগুলোতে লিখিত পরীক্ষার মাধ্যমে ১৫ জন প্রভাষক নিয়োগ দেওয়া হবে। উক্ত পদগুলোয় নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন।
পদের নাম ও পদসংখ্যা
প্রভাষক (বাংলা)-০১টি
প্রভাষক (গণিত)-০১টি
প্রভাষক (ইংরেজি)-০২টি
প্রভাষক (রসায়ন)-০২টি
প্রভাষক (পরিসংখ্যান)-০২টি
প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান)-০১টি
প্রভাষক (কম্পিউটার)-০২টি
প্রভাষক (ভূগোল)-০১টি
প্রভাষক (পদার্থবিজ্ঞান)-০২টি
প্রভাষক (ইতিহাস)-০১টি
যোগ্যতা
যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি বা সিজিপিএ-২.৫ অথবা চার বছর মেয়াদের দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে। ইংরেজি ভাষায় কথোপকথনে সাবলীলতা থাকতে হবে। উক্ত পদে চাকরির জন্য অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়। নির্বাচিতদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হবে। বয়সসীমা ১৮-৩০ বছর।
বেতন
২২,০০০-৫৩,০৬০
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন। এ ছাড়া অনলাইনে বিজ্ঞপ্তিটি সরাসরি পেতে প্রতিষ্ঠানটির এই https://cadetcollege.army.mil.bd/media/attachments/Lecturer%20Employment%20Notice-2018%20in%20Cadet%20Colleges/Lecturer_Employment_Notice_ahIb8fs.pdf লিংকটি দেখুন।
আবেদনের সময়সীমা
আগামী ১৫ জুলাই ২০১৮ তারিখ হতে আগামী ১৬ আগস্ট ২০১৮ পর্যন্ত আবেদন করতে পারবেন।
একে//
আরও পড়ুন