জাতীয় নদী রক্ষা কমিশনে চাকরির সুযোগ
প্রকাশিত : ১৯:৪৫, ১৭ জুলাই ২০১৮
জাতীয় নদী রক্ষা কমিশনে অস্থায়ীভাবে রাজস্বখাতে সৃজনকৃত নিন্মলিখিত শূন্য পদ পূরণের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন পদে লোক বল নিয়োগ দেবে। যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন।
পদের নাম ও পদসংখ্যা-
১. সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ)- ০১ জন
বেতন-
২২,০০০-৫৩০৬০ (গ্রেড-৯)
২. সহকারী পরিচালক (গবেষণা ও পরিকল্পনা)-০১ জন
বেতন-
২২,০০০-৫৩০৬০ (গ্রেড-৯)
৩. সহকারী পরিচালক (পরিবিক্ষণ ও সমন্নয়ন) ০১ জন
বেতন-
২২,০০০-৫৩০৬০ (গ্রেড-৯)
৪.সহকারী প্রধান ( জিও টেকনিক্যাল) ০১ জন
বেতন-
২২,০০০- ৫৩০৬০ ( গ্রেড-৯)
৫. সহকারী প্রধান (জীব বিজ্ঞান) ০১ জন
বেতন-
২২,০০০- ৫৩০৬০ ( গ্রেড-৯)
৬. সহকারী প্রধান ( পরিবেশ ও প্রতিবেশ) ০১ জন
বেতন-
২২,০০০-৫৩০৬০ (গ্রেড-৯)
৭. সহকারী প্রধান (পানি প্রকৌশল) ০১ জন
বেতন-
২২২,০০০-৫৩০৬০ (গ্রেড ৯)
৮. সহকারী প্রোগ্রামার ০১ জন
বেতন-
২২,০০০-৫৩০৬০ ( গ্রেড-৯)
৯. হিসাব রক্ষক ০১ জন
বেতন-
১১,৩০০-২৭,৩০০ (গ্রেড-১২)
১০.সাঁট-লিপিকার কাম-কম্পিউটার অপারেটর-০৩টি
বেতন-
১২০০০-২৬,৫৯০ (গ্রেড-১৩)
১১.ক্যাশিয়ার- ০১ জন
বেতন-
১০,০০০-২৪৬৮০ (গ্রেড-১৪)
১২.অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর-০৮ জন
বেতন-
৯৩০০-২২,৪৯০ ( গ্রেড-১৬)
১৩. ডাটা এন্ট্রি অপারেটর- ০১জন
বেতন-
৯৩০০-২২,৪৯০ (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। বিভিন্ন পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লিঙ্কে দেওয়া আছে।
বয়স সীমা
আগ্রহী প্রার্থীর বয়স ৩০ এর মধ্যে হতে হবে।
আবেদনের নিয়ম-
আবেদনের নিয়ম, যোগ্যতা এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে ওয়েবসাইট http://nrcc.teletalk.com.bd এবং নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।
আবেদনের সময়সীমা-
আগ্রহী প্রার্থীরা ২৬ জুলাই ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়
৩০ আগস্ট ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে হবে।
কেআই/ এসএইচ/
আরও পড়ুন