ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

৩৭তম বিসিএস: নন ক্যাডার সংখ্যা জানা যাবে আগামী সপ্তাহে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৮, ২৪ জুলাই ২০১৮

৩৭তম বিসিএস উত্তীর্ণদের মধ্যে কতজন নন ক্যাডারে চাকরি পাবেন সেটি জানা যাবে আগামী সপ্তাহে। বিভিন্ন মন্ত্রণালয়গুলো ইতোমধ্যে শুন্য পদের তালিকা পাঠাতে শুরু করেছে পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসিতে)। ৩০ জুলাই পর‌্যন্ত এ তালিকা পাঠানোর শেষ সময়।

৩৭ তম বিসিএসসের নন ক্যাডার তালিকা থেকে প্রার্থীদের নিয়োগের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিষয়ে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নেসার উদ্দিন আহমদ গণমাধ্যমকে বলেন, ৩৭তম বিসিএসে নন ক্যাডারের তালিকা পেতে বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে পিএসসি। সেখান থেকে কিছু শূন্যপদ পাওয়া শুরু হয়েছে। ৩০ জুলাইয়ের পর এই তালিকা সম্পর্কে ধারণা পাওয়া যাবে। এই সময়ের মধ্যে মন্ত্রণালয়গুলো পিএসসিতে শূন্য পদের তালিকা দিতে পারবে। সেখান থেকেই নন ক্যাডারদের নিয়োগ দেওয়া হবে।

পিএসসি সূত্র জানায়, গত ১২ জুন ৩৭তম বিসিএসে ১৩১৪ জনকে ক্যাডার হিসেবে সুপারিশ করে চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। এতে সাধারণ ক্যাডার হয়েছেন ৪৬৫ জন, সহকারী সার্জন হয়েছেন ২৭২ জন, ডেন্টাল সার্জন হয়েছেন ৫১ জন। অন্যান্য কারিগরিতে ক্যাডার হয়েছেন ৩১৬ জন এবং শিক্ষা ক্যাডার হয়েছেন ২১০ জন। এছাড়া ৩ হাজার ৪৫৪ জনকে নন ক্যাডারে অপেক্ষমাণ রাখা হয়েছে। পদ পাওয়া সাপেক্ষে তাদের নিয়োগ দেওয়া হবে।

নন ক্যাডারদের নিয়োগ দিতে ৩৭তম বিসিএসের ফলাফল ঘোষণার পর পিএসসি বিভিন্ন মন্ত্রণালয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণির তালিকা চেয়ে চিঠি দেয়। সেই তালিকা পেয়ে বেশ কিছু মন্ত্রণালয় এরই মধ্যে পিএসসিতে শূন্য পদের তালিকা দেওয়া শুরু করেছে। ৩০ জুলাই তালিকা পাঠানোর শেষ দিন। ওইদিন শূন্য পদের সংখ্যার কথা জানা যাবে।

গত বছরের ১১ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়। শেষ হয় গত বছরের ২৩ মে। এই পরীক্ষায় ৫ হাজার ৩৭৯ জন পাস করেন।

/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি