হাই-টেক পার্কে চাকরির সুযোগ
প্রকাশিত : ১১:৫৮, ১০ আগস্ট ২০১৮ | আপডেট: ১২:০২, ১০ আগস্ট ২০১৮
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি হিসাবরক্ষক ও অফিস সহকারী কাম –কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে দু’জনকে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।
পদের নাম ও সংখ্যা
১) হিসাবরক্ষক-০১ টি
২) অফিস সহকারী কাম –কম্পিউটার মুদ্রাক্ষরিক-০১ টি
আবেদনের নিয়ম
আবেদনের নিয়ম, যোগ্যতা এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে ওয়েবসাইট www.bhtpa.gov.bd এবং নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন। বিজ্ঞপ্তিটি সরাসরি পেতে প্রতিষ্ঠানটির এই http://www.bhtpa.gov.bd/site/notices/8254a109-05a7-4fe3-b167-ca48ca5ef3ca/Recruitment--Advertisement-Establishment-of-IT-Business-Incubator-of-C লিংকটি দেখুন।
আবেদনের সময়সীমা
আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ আগস্ট ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
এমএইচ/একে/
আরও পড়ুন