ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিটিসিএলের নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৩, ৮ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডে (বিটিসিএল) সহকারী ম্যানেজার (টেকনিক্যাল) পদে নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বরের পরিবর্তে ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। বিটিসিএলের মহাব্যবস্থাপক (নিয়োগ ও প্রশিক্ষণ) কমলেশ বিশ্বাস সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তবে জুনিয়র সহকারী ম্যানেজার (টেকনিক্যাল) পদে নিয়োগের মৌখিক পরীক্ষা আগের সময়সূচি অনুযায়ী ১০ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বিটিসিএলের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, কোটাধারীদের কোটা প্রমাণের প্রয়োজনীয় সনদপত্র, সিটি কর্পোরেশন/ পৌর মেয়র বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দেওয়া নাগরিক সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র অবশ্যই সঙ্গে আনতে হবে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি