ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

নিয়োগ দেবে বাংলাদেশ হাই-টেক পার্ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৯, ২৫ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৮:২২, ২৫ অক্টোবর ২০১৮

বাংলাদেশ হাই-টেক পার্ক জনবল নেবে। ‘শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন’ শীর্ষক প্রকল্পের জন্য চুক্তিভিত্তিক উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদে ৫ জনকে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

উপসহকারী প্রকৌশলী পদে আবেদনের যোগ্যতা সরকার স্বীকৃত কোনো পলিটেকনিক থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ে কমপক্ষে তিন বছর মেয়াদি ডিপ্লোমা পাস থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

বেতন

জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১৬ হাজার টাকা।

আবেদন প্রক্রিয়া

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ওয়েবসাইট http://www.bhtpa.gov.bd/ থেকে আবেদন ফরম ডাউনলোড করে তা পূরণ করে প্রকল্প পরিচালক, শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্প, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, আইসিটি টাওয়ার (দশম তলা), আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ ঠিকানায় সরাসরি পাঠাতে হবে।

আবেদনের সময়সীমা

আগামী ৪ নভেম্বর-২০১৮ তারিখের মধ্যে আবেদনপ্রত্রটি পৌঁছাতে হবে।

/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি