ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পরীক্ষায় ভালো করার ১০ টিপস!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০০, ৪ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

 

পরীক্ষায় ভালো করা নিয়ে অনেকের ভীতি কাজ করে। পড়াশোনায় ভালো করেন, কিন্তু পরীক্ষা এলেই আর ভালো করতে পারেন না। কেমন যেন এলোমেলো হয়ে যায়। অনেক সময় ভালো প্রস্তুতি নেওয়ার পরও পরীক্ষায় খারাপ হয়ে যায়। তাই পরীক্ষায় ভালো করার জন্য নিম্নে ১০টি টিপস তুলে ধরা হলো-

টিপস ১
এবারও ভালো গ্রেড পেলাম না। সবই কপাল! আসলে আমাকে দিয়ে আর হবে না। এর পরিবর্তে ভাবুন, ব্যর্থতা-সাফল্যের চাবিকাঠি। আপনি যখন ব্যর্থ হবেন, তারপরই পণ করুণ আপনি ভালো করবেন। সে অনুযায়ী পড়াশোনা করুন, দেখবেন ভালো করতে পারবেন পরীক্ষায়।

টিপস ২
ভালো রেজাল্ট করতে হলে জিনিয়াস হওয়া প্রয়োজন। আমি তো আর জিনিয়াস না। আমাকে দিয়ে কি আর ভালো কিছু হবে? সাধারণ মেধা দিয়ে কীভাবে ভালো রেজাল্ট করা সম্ভব এটা জানতে পড়ুন- ‘ভালো রেজাল্ট ! ওরে বাবা জিনিয়াসরাই পারে কেবল !’

টিপস ৩
পড়ায় আমার একটুও মন বসে না। আর পড়লেও কিছু মনে থাকে না। ভাবুন- কীভাবে পড়লে আপনার মনে থাকবে। পড়ুন- ‘মনে রাখার কৌশল’

টিপস ৪
বাবার মতে আমি একটা গাধা। ব্রেন বলে আমার মাথায় কিছু নাই। আসলে বাবা ঠিকই বলে। অন্যের কথায় প্রভাবিত হয়ে নয়; বরং নিজেকে আত্মবিশ্বাসী ভাবতে শিখুন….. পড়ুন- ‘আপনিও পারবেন’

টিপস ৫
স্যার বলেছেন, তুই কীভাবে পারবি? তোর তো রন্ধ্রে রন্ধ্রে আলসেমি। নতুন করে কর্মচাঞ্চল্য ফিরে পাওয়ার জন্যে পড়ুন- ‘আলস্য দ্য ডেস্টিনেশন হেল’

টিপস ৬
এত পড়ালেখা করে কি হবে? এত কষ্ট করে না হয় একটা ভালো রেজাল্ট পাব। বিনিময়ে আর কী মিলবে! পড়ালেখা করে আসলেই কী মিলবে এজন্যে পড়ুন- ‘আপনি কি সত্যিই চান’

টিপস ৭
বুয়েট/মেডিকেল/বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি। আমার জীবন ব্যর্থ। যদি এই ব্যর্থতাকে ভিত্তি করে আপনি সাফল্যের আত্মকাহিনী গড়তে চান, তবে পড়ুন- ‘ব্যর্থতার বিবমিষা’

টিপস ৮
পরীক্ষা দিয়ে কী আর হবে! এই সাবজেক্টে কি জিপিএ ‘এ’/ ফার্স্টক্লাস পাওয়া যায়? পরীক্ষাভীতির কারণ জানার জন্যে পড়ুন- ‘ছাত্রজীবন সুখের জীবন যদি না থাকত’

টিপস ৯
এত সমস্যা নিয়ে কি ভালো করা যায়? শত প্রতিকূলতার মধ্য দিয়ে কীভাবে সফল হওয়া যায়, এটা জানতে পড়ুন- ‘সমস্যা থেকে সম্ভাবনায়’

টিপস ১০
এত পড়েও কিছু হলো না। আমার কপালটাই খারাপ। এ জাতীয় নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসতে পড়ুন- ‘না’ থেকে ‘হাঁ’
উপরে উল্লিখিত টিপসগুলো ভালো করে অনুসরণ করতে পারলে পরীক্ষায় সফল হতে পারেন। এর পাশাপাশি কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। যে যত বেশি পরিশ্রম করতে পারবে সে ততো সফলতা পেতে পারেন। তাই টিপসগুলোর পাশাপাশি কঠোর পরিশ্রমের মাধ্যমে পরীক্ষায় ভালো করা যেতে পারে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি