ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

২২৯ জনকে নিয়োগ দেবে ডেসকো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৪, ১৩ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জনবল নিয়োগ দেবে ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড(ডেসকো)। শূন্যপদে ১৫টি পদে সর্বমোট ২২৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এজন্য আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

যেসব পদে নিয়োগ

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী প্রকৌশলী, সহকারী ব্যবস্থাপক, জুনিয়র সহকারী ব্যবস্থাপক, অফিস সহকারী, মেশিন অপারেটর, স্পেশাল গার্ড ও বার্তা বাহক সহ বিভিন্ন পদে লোকবল নিয়োগ দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা

স্নাতকোত্তর, স্নাতক, সমমান ডিগ্রিধারী সহ এইচএসসি/এসএসসি/অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবে। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষাতা ও উক্ত পদের জন্য কাজের অভিজ্ঞতার প্রয়োজন আবশ্যক।

আবেদনের বয়সসীমা

সব পদের জন্য প্রার্থীর বয়স ৩০ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তবে স্পেশাল গার্ড এর জন্য বয়স ৪০ বছর পর্যন্ত।

বেতন স্কেল

বিভিন্ন পদের জন্য ডেসকোর পে স্কেল-২০১৬ অনুযায়ী বিভিন্ন গ্রেডে বেতন ভাতাদি দেওয়া হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনের (www.desco.org.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদনের সময়সীমা

অনলাইনের মাধ্যমে আবেদন ও ফি প্রাদানের শেষ সময় ০৩ ডিসেম্বর-২০১৮ রাত ১২টা পর্যন্ত

সূত্র : ১৩ নভেম্বর দৈনিক সমকাল

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি