ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

৫৪৭ জনকে চাকরি দেবে বাংলাদেশ ব্যাংক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৭, ৫ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৫:২৯, ৫ ডিসেম্বর ২০১৮

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়, বাংলাদেশ ব্যাংক। ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, কর্মসংস্থান ব্যাংক ও প্রবাসীকল্যাণ ব্যাংকে ‘অফিসার (সাধারণ)’ পদে মোট ৫৪৭ জনকে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম
অফিসার (সাধারণ)

পদসংখ্যা
মোট পদসংখ্যা ৫৪৭ টি। এরমধ্যে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, কর্মসংস্থান ব্যাংক ও প্রবাসীকল্যাণ ব্যাংকে যথাক্রমে ৩৩৬টি, ৬২টি, ১০৮টি, ৪১টি পদ।

যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। মাধ্যমিক/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের www.erecruitment.bb.org.bd মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন।

আবেদনের সময়সীমা
আগ্রহী প্রার্থীরা আগামী ২০ ডিসেম্বর, ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র : বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি