ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৮, ২৫ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৫:৫০, ২৫ ডিসেম্বর ২০১৮

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি চার পদে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম ও পদসংখ্যা

প্রশাসনিক অফিসার, উচ্চমান সহকারী, নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর।চার পদে মোট চারজনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

বিভিন্ন পদে আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তরসহ ন্যূনতম এইচএসসি পাস হতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে দ্বিতীয় শ্রেণি/বিভাগ/সিজিপিএ ২.৫-এর কম থাকা যাবে না। কর্মক্ষেত্রে কমপক্ষে দুই থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের কম্পিউটার ও মাইক্রোসফট অফিসে কাজের দক্ষতা থাকতে হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরম ডাউনলোড ও পূরণ করে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ জানুয়ারি, ২০১৯ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র : দৈনিক ইত্তেফাক, ২৪ ডিসেম্বর ২০১৮

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি