ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩২, ৩০ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৩:৩৩, ৩০ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

সম্প্রতি নব্য সৃষ্ট পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়। আপনি যদি আগ্রহী হন এবং বরিশাল জেলার স্থায়ী বাসিন্দা হন তবে নির্দিষ্ট ফরম পূরণ করে ২৪ অক্টোবরের মধ্যে আবেদন করার সুযোগ পাবেন।

পদ: হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা : ৪৯টি

বেতন স্কেল : টাকা ৯,৩০০-২২,৪৯০/-

প্রয়োজনীয় যোগ্যতা : বাণিজ্য বিভাগে কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজীতে ২০ শব্দ থাকতে হবে।

আগ্রহী প্রার্থীকে নির্ধারিত চাকরির ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদন ফরম জনপ্রশাসন মন্ত্রণালয়ের www.mopa.gov.bd এবং বরিশাল জেলা প্রশাসকের www.barisal.gov.bd এই ওয়েবসাইট হতে সংগ্রহ করা যাবে। আবেদন পত্রের সঙ্গে ৪শ’ টাকার পে-অর্ডার অথবা ব্যাংক ড্রাফট জমা দিতে হবে। আবেদন পত্রটি জেলা প্রশাসক, বরিশাল বরাবর আগামী ২৪ আগস্ট অফিস চলাকালীন সময়ের মধ্যে পাঠাতে হবে।

বিস্তারিত বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের www.barisal.gov.bd এই ওয়েবসাইট থেকে জেনে নেওয়া যাবে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি