ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৯, ২৩ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৯:১৯, ২৩ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) তাদের নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করে।

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হতে আগ্রহী প্রার্থীদের এনটিআরসিএ আয়োজিত ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২০ এ অংশগ্রহণে আবেদন করতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
 
গত কয়েক বছরের মতো এবারও শিক্ষক নিবন্ধন পরীক্ষা তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথমে প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি টেস্ট) গ্রহণ করা হবে। দ্বিতীয় ধাপে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শেষ বা চূড়ান্ত পর্যায়ে মৌখিক পরীক্ষা গ্রহণ করবেন। 

আগামী ১৫ মে সকাল ৯টায় স্কুল পর্বের প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৩টায় কলেজ শাখার প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিটি দেখতে নিচে ক্লিক করুন-

এখানে ক্লিক করুন

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি