ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

লোক নেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৩, ১৭ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১৬:২৬, ১৭ ফেব্রুয়ারি ২০২০

সম্প্রতি লোক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। দুটি পদে মোট ৮২ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আপনি যদি আগ্রহী হন, তবে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে পারবেন।

পদ: ড্রাইভার (অবিবাহিত)
পদসংখ্যা: ৭৬টি
বেতন স্কেল : ৯৭০০-২৩৪৯০/- টাকা

পদ: অফিস সহায়ক
পদসংখ্যা: ৬টি
বেতন স্কেল: ৮২৫০-২০০১০/- টাকা

আগ্রহী প্রার্থীদের ১নং পদের জন্য পরীক্ষা ফি বাবদ ১শ’ টাকা এবং ২নং পদের জন্য ৫০ টাকার ট্রেজারি চালানের মূল কপি সংযোজন করে আবেদন করতে হবে। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগের ড্রাইভার পদের প্রার্থীগণকে প্রয়োজনীয় কাগজপত্রসহ ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৮টায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের প্রার্থীগণকে ২৯ ফেব্রুয়ারি শনিবার সকাল ৮টায় নারায়গঞ্জ জেলার রূপগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাঠে  উপস্থিত থাকতে হবে।

বিস্তারিত তথ্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের www.fireservice.gov.bd এই ওয়েবসাইটে জানা যাবে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি