ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আর্মি মেডিকেল কলেজ যশোরে চাকরির সুযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৬, ১১ মার্চ ২০১৮ | আপডেট: ২২:১৬, ১১ মার্চ ২০১৮

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত আর্মি মেডিকেল কলেজ যশোরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্রতিষ্ঠানটি চার পদে নিয়োগ দেওয়া হবে। তবে কতজনকে নিয়োগ দেবে তা প্রকাশ করা হয়নি। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন।

পদের নাম

১) অ্যাসিস্ট্যান্ট/অ্যাসোসিয়েট/প্রফেসর

যোগ্যতা

নির্বাচিত প্রার্থীদের অ্যানাটমি বিভাগে নিয়োগ দেওয়া হবে। নিয়োগের ক্ষেত্রে বিএমডিসি কর্তৃক নির্ধারিত নীতিমালা অনুসরণ করা হবে।

২) লেকচারার/অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার

যোগ্যতা

নির্বাচিত প্রার্থীদের অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, মেডিসিন, সার্জারি ও গাইনি বিভাগে নিয়োগ দেওয়া হবে। নিয়োগের ক্ষেত্রে বিএমডিসি কর্তৃক নির্ধারিত নীতিমালা অনুসরণ করা হবে।

৩)  ক্লিনিক্যাল সাইকোলজিস্ট

প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজি বিভাগে মাস্টার্স উত্তীর্ণ হতে হবে।

৪) সিকিউরিটি গার্ড

প্রার্থীকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। ইলেকট্রিক ও প্লাম্বারের কাজে অভিজ্ঞদের নিয়োগ দেওয়া হবে। চাকরির বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। তবে অভিজ্ঞদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

আবেদনের নিয়ম

আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর পূর্ণ জীবনবৃত্তান্তসহ, সব সনদের ফটোকপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি পাঠাতে হবে। এছাড়াও বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তি এবং www.amcjbd.org

দেখুন।

আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীরা আগামী ১২ এপ্রিল, ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি