ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

চাকরি পাওয়ার সহজ ৪ উপায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৬, ৫ মে ২০১৮

প্রতিযোগিতার বাজারে নিজের অস্তিত্ব বজায় রাখা কঠিন কাজ৷ প্রয়োজন সঠিক পরিকল্পনার৷ আর তাই প্রত্যেকেই কিছু প্ল্যানস বানান৷ লক্ষ্য পূরণের প্রস্তুতি নেন৷ সেই তালিকায় যদি নতুন চাকরির পরিকল্পনা থাকে৷ তবে চেষ্টা করুন নিজেকে পরিণত করার৷

সেই জন্য সবসময় প্রতিষ্ঠানের প্রয়োজন এমন ধারণা কিন্তু ভুল৷ এক্ষেত্রে প্রযুক্তির সাহায্য নিন৷ অনেক ধরণের সাইট রয়েছে যা আপনাকে সঠিক পথের সন্ধান দিতে পারে৷

কয়েকটি পদক্ষেপ, যা আপনাকে এগিয়ে রাখবে-

একটি নতুন ভাষা শিখুন

২০১০ সালের এক সার্ভেতে দেখা গেছে মাত্র ১৮ শতাংশ আমেরিকান মাতৃভাষা ছাড়া অন্যান্য ভাষা জানেন৷ নতুন একটি ভাষা শেখার মাধ্যমে অন্যান্য প্রতিযোগীদের থেকে নিজেকে এগিয়ে রাখতে পারেন, আরও একধাপ৷ এখন প্রশ্ন কোথায় শিখবেন? চিন্তার কারণ নেই৷ প্রযুক্তির সহয়তায় সারা বিশ্ব এখন আপনার হাতের মুঠোয়৷ বিভিন্ন ধরণের অনলাইন কোর্স রয়েছে৷ যেগুলির মাধ্যমে নিজের দখলে আনতে পারেন আরও একটি ভাষাকে৷

বিজনেস্ এবং মার্কেটিং দক্ষতাকে শানিয়ে নিন

বাণিজ্যিক চিন্তাভাবনাকে মজবুত ও সঠিক দিক দিতে সাহায্য নিন অনলাইন বিসনেস কোর্সগুলির৷ শুধুমাত্র কাজের জায়গায় নয়, ব্যাক্তিগত জীবনেও অনেকভাবে সহয়তা করবে কোর্সগুলি৷

নতুন কিছু কোড শিখুন

এটি ভবিষ্যৎ ইন্টারভিউগুলোতে সুযোগ বাড়াবে৷ নিজেকে যদি ডেভালপারের পদে দেখতে চান তবে, এটাই সঠিক সময়৷ নানা ধরণের অনলাইন সাইট রয়েছে৷ যেমন Codecademy.com৷ যেখান থেকে বিনামূল্যে ৬ টি পোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন৷

মার্কেটে ডেটা সায়েন্সের বেশ চল রয়েছে

ডেটা সায়েন্সের বাজারে নিজের জায়গা বানানোর জন্য আজই শুরু করুন প্রস্তুতিপর্ব৷ এক্ষেত্রে, অনলাইন সাইট বা ইউনির্ভাসিটিগুলির পেশাদারদের পরামর্শ গ্রহণ করতে পারেন৷

সূত্র: কলকাতা২৪x৭

একে// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি