ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বিমান বাংলাদেশ এয়ার লাইন্সে চাকরির সুযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৭, ৬ মে ২০১৮

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি চুক্তিভিত্তিক দুই পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।  

পদের নাম

১)ম্যানেজার- ইনফরমেশন টেকনোলজি (আইটি)-০১ টি  

যোগ্যতা

প্রার্থীকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি/সিআইএস/প্রোগ্রামিং/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। স্নাতকে অন্তত দুটি প্রথম শ্রেণি/বিভাগ থাকতে হবে। জিইডি ডিগ্রি এবং শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য হবে না। উল্লেখিত বিষয়ে মাস্টার্স উত্তীর্ণরা অগ্রাধিকার পাবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

বেতন

নিয়োগপ্রাপ্তদের মাসিক এক লাখ ২০ হাজার টাকা বেতন দেওয়া হবে।

২) ম্যানেজার- সফটওয়্যার অ্যান্ড প্রোগ্রামিং-০১ টি

যোগ্যতা

প্রার্থীকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ইলেক্ট্রিক্যাল অথবা ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি/সিআইএস/প্রোগ্রামিং/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। স্নাতকে অন্তত দুটি প্রথম শ্রেণি/বিভাগ থাকতে হবে। জিইডি ডিগ্রি এবং শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য হবে না। উল্লেখিত বিষয়ে মাস্টার্স উত্তীর্ণরা অগ্রাধিকার পাবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের নিয়ম 

আগ্রহী প্রার্থীরা পূর্ণ জীবনবৃত্তান্তসহ  আবেদনপত্র ‘হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড, হেড অফিস বলাকা, কুর্মিটোলা, ঢাকা-১২২৯’ এই ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে পারবেন।

আবেদনের সময়সীমা   

আগ্রহী প্রার্থীরা আগামী ২০ মে, ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

এমএইচ/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি