ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

৪৪৪ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৩, ১৪ জুন ২০১৮

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বেসামরিক স্থায়ী/ অস্থায়ী পদে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম ও পদসংখ্যা

১) ল্যাবরেটরী এ্যাসিসটেন্ট-০১ টি

২)ড্রাইভার/ এমটি ড্রাইভার-১০ টি

৩)উচ্চমান করণিক-০৩ টি

৪) হিসাব রক্ষক-০১ টি

৫) অফিস করণিক-৩২ টি

৬)ষ্টোরম্যান-১০ টি

৭)ক্যাটালগার-০২ টি

৮)অফিস গুদাম রক্ষক-০১ টি

৯)ড্রাফটসম্যান-০১ টি

১০)সুপারভাইজার-০১টি

১১)হেড মেকানিক-০১ টি

১২)আন স্কীল্ড ম্যান(ইউএসএম)/ শ্রমিক-৫৩ টি

১৩) ফার্ম লেবার (বুলক কার্ট ড্রাইভার/ নিরাপত্তা প্রহরী)-০২ টি

উপরোক্ত ১৩ টিসহ মোট ৫০ টি পদে মোট ৪৪৪ জনকে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

আবেদনের নিয়ম

আবেদনের নিয়ম, যোগ্যতা এবং বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে ওয়েবসাইট www.army.mil.bd এবং নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।

আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: দৈনিক সমকাল (১৪ জুন, ২০১৮)

 

এমএইচ/ এআর

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি