ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

২৮ জনকে চাকরি দেবে বশেমুরবিপ্রবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৩, ২৫ জুলাই ২০১৮ | আপডেট: ২২:১৯, ২৫ জুলাই ২০১৮

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,(বশেমুরবিপ্রবি) গোপালগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১২ পদে ২৮ জনকে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম ও পদসংখ্যা
১) অধ্যাপক/ সহযোগী অধ্যাপক
* কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ-০১ টি
*গণিত বিভাগ-০১ টি
*শেখ হাসিনা কৃষি ইনস্টিটিউট-০২ টি
*অর্থনীতি বিভাগ-০১ টি

২) সহকারী অধ্যাপক/ প্রভাষক
* সিএনই বিভাগ (শিছুবি)-০২ টি
*ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং(শিছুবি) -০২ টি
* ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ (শিছুবি)-০২ টি
* গণিত বিভাগ-০১ টি
* অর্থনীতি বিভাগ (শিছুবি)-০১ টি
* ইংরেজি বিভাগ (শিছুবি)-০১ টি
* আইন বিভাগ-০১ টি
* ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ-০১ টি
* মনোবিজ্ঞান বিভাগ-০১ টি

৩) বিশ্ববিদ্যালয় প্রকৌশলী-০১ টি
৪) পরিচালক (হিসাব)-০১ টি
৫) উপ-পরিচালক (হিসাব)-০১ টি
৬) উপ-পরিচালক (আডিট)/ সহকারী পরিচালক (অডিট)-০১ টি
৭) উপ-বিশ্ববিদ্যালয় প্রকৌশলী (মেকানিক্যাল)-০১ টি
৮) সহকারি ফটোগ্রাফার (ফটোগ্রাফারের বিপরীতে)-০১ টি
৯) ড্রাইভার-০২ টি
১০) মটর মেকানিক-০১ টি
১১) অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর-০১ টি
১২) ডাটা এন্ট্রি অপারেটর-০১ টি
আবেদনের নিয়ম
আবেদনের নিয়ম, যোগ্যতা এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে ওয়েবসাইট https://www.bsmrstu.edu.bd/ এবং নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।
এছাড়াও নিয়োগ বিজ্ঞপ্তিটি সরাসরি পেতে প্রতিষ্ঠানের এই লিংকটি দেখুন-
https://www.bsmrstu.edu.bd/b/career/Recruitment%20Circular%20%20%2022-07-2018.pdf

আবেদনের সময়সীমা
আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ আগস্ট, ২০১৮ তারিখ বিকাল ৫ টা পর্যন্ত আবেদন করতে পরবেন।

সূত্র: দৈনিক সমকাল (২৩ জুলাই, ২০১৮)

এমএইচ/

 

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি