ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

৪৯ শিক্ষক নিয়োগ দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০০, ১২ সেপ্টেম্বর ২০১৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৪ পদে সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম ও পদসংখ্যা

*সহকারী অধ্যাপক

১) সমাজতত্ত্ব বিভাগ-০৯ টি

২) নৃবিজ্ঞান বিভাগ-০৪ টি

৩) নৃবিজ্ঞান বিভাগ-০১ টি (সহকারী অধ্যাপক/ প্রভাষক পদের বিপরীতে)

৪) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ-০১ টি

৫) আইন বিভাগ-০২ টি

৬) ফার্মেসী বিভাগ-০১ টি

৭) মনোবিজ্ঞান বিভাগ-০২ টি

৮)মাইক্রোবায়োলজি বিভাগ-০২ টি

৯) পদার্থবিদ্যা বিভাগ-০২ টি

১০) পদার্থবিদ্যা বিভাগ-০৩ টি (সহকারী অধ্যাপক/ প্রভাষক)

*প্রভাষক

১১) পদার্থবিদ্যা বিভাগ-০৩ টি

১২) ফার্মেসী বিভাগ-০১ টি (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)

১৩) ফার্মেসী বিভাগ-০৩ টি

১৪) মনোবিজ্ঞান বিভাগ-০৩ টি

১৫) দর্শন বিভাগ-০২ টি

১৬) নাট্যকলা বিভাগ-৪ টি

১৭) সংগীত বিভাগ-০৫ টি

১৮) সংগীত বিভাগ-০১ টি (সহকারী অধ্যাপক/ প্রভাষক পদের বিপরীতে) ‍

আবেদনের নিয়ম

আবেদনের নিয়ম, যোগ্যতা এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে ওয়েবসাইট www.cu.ac.bd এবং নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।

আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীরা আগামী ২ অক্টোবর ২০১৮ তারিখ সকাল ৮ টা থেকে বেলা ৩ টা ৩০ মিনিট পর্যন্ত দরখাস্ত জমা দিতে পারবেন।

সূত্র: দৈনিক যুগান্তর, ১২ সেপ্টেম্বর ২০১৮

 

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি