ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

১০৬ জন শিক্ষক নেবে কে সি মডেল স্কুল অ্যান্ড কলেজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩২, ২৭ অক্টোবর ২০১৮

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানী উত্তরার দক্ষিণখানে অবস্থিত কে সি মডেল স্কুল এ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি  প্রভাষক, সহকারী শিক্ষক এবং জুনিয়র শিক্ষক পদে  ১০৬ জন শিক্ষক নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম ও পদসংখ্যা  

১) একাডেমিক কো-অর্ডিনেটর-০১ টি

২)প্রভাষক

*প্রাণিবিদ্যা-০২ টি

* উদ্ভিদবিদ্যা-০২ টি

* বাংলা-০২ টি

*পদার্থ-০২ টি

*গণিত-০২ টি

*রসায়ন-০২ টি

৩) সহকারী শিক্ষক

* গণিত-০৭ টি

* ইংরেজি-০৭ টি

*বাংলা-০৪ টি

*ইসলাম ধর্ম-০৩ টি

*কৃষি শিক্ষা-০২ টি

* ফিন্যান্স ও ব্যাংকিং-০৩ টি

* ব্যবস্থাপনা-০৩ টি

*একাউন্টিং-০৩ টি

* রসায়ন-০৩ টি

* পদার্থ-০৩ টি

*ব্যবসা উদ্যোগ-০২ টি

*জীববিজ্ঞান-০৩ টি

* আইসিটি-০২ টি

*মনোবিজ্ঞান-০১ (নারী)

৪) জুনিয়র শিক্ষক

*বাংলা-০৫ টি

* গণিত-০৫ টি

* বিজ্ঞান-০৩ টি

*ইংরেজি-০৫ টি

* ইসলাম ধর্ম-০৩ টি

* সমাজ বিজ্ঞান-০৫ টি

৫) জুনিয়ার শিক্ষক (প্রি-প্রাইমারী)-১০ টি(নারী)

৬) শিক্ষক সহকারী-১০ টি (নারী)

৭) অফিস সহকারী কাম-কম্পিউটার টাইপিস্ট-০৩ টি

৮)অফিস পিয়ন-০৫টি (নারী-০২ টি, পুরুষ-০৩ টি)

৯) সিকিউরিটি গার্ড-০৩ টি

 

আবেদনের নিয়ম

আবেদনের নিয়ম, যোগ্যতা এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।  

আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীরা আগামী ২০ নভেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: দৈনিক প্রথম আলো, ২৬ অক্টোবর ২০১৮

এমএইচ/

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি