ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

১১০ জন লোক নেবে পানি উন্নয়ন বোর্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৩, ২২ অক্টোবর ২০১৯

সম্প্রতি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। ২টি পদে মোট ১১০ জনকে নিয়োগ দেবে সরকারের এই প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে ২০ নভেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।

পদ: উপ-সহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (পুর)/প্রাক্কলনিক
পদ সংখ্যা: ৮৫
বেতন স্কেল: গ্রেড-১০ (১৬০০০-৩৮৬৪০/- টাকা)
আবেদন করার যোগ্যতা: কোন স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। তবে শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয়। এসএম ওয়ার্ড ও এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা প্রার্থীর থাকতে হবে।

পদ: উপ-সহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা
পদসংখ্যা: ২৫
বেতন স্কেল: গ্রেড-১০ (১৬০০০-৩৮৬৪০/- টাকা)
আবেদন করার যোগ্যতা: কোন স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে যন্ত্র কৌশল, তড়িৎ কৌশল বা শক্তি কৌশল বিষয়ে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। তবে শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয়। এসএম ওয়ার্ড ও এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা প্রার্থীর থাকতে হবে।

আগ্রহী প্রার্থীদেরকে পরীক্ষা ফি বাবদ ১ হাজার টাকা জমা দিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন দাখিলের শেষ সময় ২০ নভেম্বর বিকেল ৫টা।

বিস্তারিত তথ্য জানা যাবে পানি উন্নয়ন বোর্ডের www.bwdb.gov.bd -এই ওয়েবসাইটে।

এএইচ/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি