ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

৪১ জনকে নিয়োগ দেবে সুন্দরবন গ্যাস কোম্পানী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৮, ২৮ জানুয়ারি ২০২০

সম্প্রতি শূন্য পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে পেট্রোবাংলার অধীনস্ত সুন্দর গ্যাস কোম্পানি।  ৭টি পদে মোট ৪১ জনকে নিয়োগ দেবে এই কোম্পানিটি। আপনি যদি আগ্রহী হন তবে অনলাইনে ফরম পূরণ করে ২৩ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে পারবেন।

পদ: সহকারী ব্যবস্থাক (পার্সোনেল, নিরাপত্তা, স্টোর, সাধারণ সেবা, প্রকিউরমেন্ট, সমন্বয়)
পদসংখ্যা: ৬টি
বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০/- টাকা

পদ: সহকারী ব্যবস্থাপক (লিগ্যাল)
পদসংখ্যা : ১টি
বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০/- টাকা

পদ: সহকারী ব্যবস্থাপক (বাজেট ও ইন্স্যুরেন্স, পে-রোল ও বিল, জেনারেল ও স্টোর একাউন্টস, রাজস্ব ও এমআইএস, নিরীক্ষা, রাজস্ব)
পদসংখ্যা : ৭টি
বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০/- টাকা

পদ: সহকারী প্রকৌশলী
পদসংখ্যা : ১২টি (মেকানিক্যাল-৪, সিভিল-৪, ইলেকট্রিক্যাল-৩, সিএসই-১)
বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০/- টাকা

পদ: সহকারী সমন্বয় কর্মকর্তা (লজিস্টিক, সাধারণ প্রশাসন)
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল : ১৬,০০০-৩৮,৬৪০/- টাকা

পদ: সহকারী হিসাব কর্মকর্তা (পে-রোল ও বিল, জেনারেল ও স্টোর একাউন্টস, রাজস্ব ও এমআইএস, সহকারী রাজস্ব কর্মকর্তা)
পদসংখ্যা: ৫টি
বেতন স্কেল : ১৬,০০০-৩৮,৬৪০/- টাকা

পদ: উপ-সহকারী প্রকৌশলী
পদসংখ্যা: ৮টি (মেকানিকাল-৩, সিভিল-২, ইলেকট্রিক্যাল-২, অটোমোবাইল-১)
বেতন স্কেল : ১৬,০০০-৩৮,৬৪০/- টাকা

আগ্রহী প্রার্থীদের প্রতিটি পদের জন্য পরক্ষিার ফি বাবদ ৫শ’ টাকা জমা দিয়ে ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে আগামী ২ ফেব্রুয়ারি সকাল ১০টায় এবং জমাদানের শেষ সময় ২৩ ফেব্রুয়ারি রাত ১২টায়।

বিস্তারিত তথ্য সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের sgcl.org.bd এই ওয়েবসাইটে জানা যাবে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি