ঢাকা, মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪

২১ আগস্ট গ্রেনেড হামলার আপিল শুনানি শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৬, ৫ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১৩:০১, ৫ ডিসেম্বর ২০২২

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শুরু হয়েছে হাইকোর্টে। 

সোমবার বিচারপতি সহিদুল করিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আলোচিত এ মামলার শুনানি শুরু হয়।

সকল আসামির সাজা বহালের আবেদন করার কথা বলেছে রাষ্ট্রপক্ষ। 

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে সেই নৃশংস গ্রেনেড হামলায় অল্পের জন্য রক্ষা পান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইভি রহমানসহ নিহত হন ২৪ জন। 

সে হামলায় ২০১৮ সালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত। মামলায় পলাতক তারেক রহমানসহ ১৯ জনকে দেয়া হয় যাবজ্জীবন। 

১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।

এই মামলায় অন্যতম আসামি মুফতি হান্নানসহ ৩ জনের অন্য মামলায় ফাঁসি কার্যকর হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি