ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

সাবেক ডিসি মশিউর ৭ দিনের রিমান্ডে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫০, ২৬ সেপ্টেম্বর ২০২৪

ঢাকার ধানমন্ডির জিগাতলায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিতে নিহত কিশোর আবদুল মোতালিবের হত্যাকাণ্ডের মামলায় সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

বৃহস্পতিবার মশিউর রহমানকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা, রমনা জোনাল টিমের পরিদর্শক নজরুল ইসলাম, তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মশিউর রহমানকে গত ১৯ সেপ্টেম্বর রাতে রাজধানী থেকে আটক করে গোয়েন্দা পুলিশ। এরপর ২০ সেপ্টেম্বর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় ছাত্র ও জনতার মিছিলে থাকা কিশোর আবদুল মোতালেব গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তার পর ২৬ আগস্ট নিহতের বাবা আব্দুল মতিন ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি