ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

সাবেক দুই এমপির বিরুদ্ধে মামলা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৭, ৪ অক্টোবর ২০২৪

পাঁচ বছর আগে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের বিশ্ববিদ্যালয়ছাত্র মো. রোকনুজ্জামানকে কৌশলে অপহরণ ও ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

মামলায় চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজগার টগর, তৎকালীন দামুড়হুদা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাসসহ ১৫ জনকে এর আসামি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) দামুড়হুদা আমলি আদালতে মামলাটি করেন নিহত ছাত্রের বাবা মো. আবু বক্কর ছিদ্দিক।

মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন- দামুড়হুদা মডেল থানা পুলিশের তৎকালীন পরিদর্শক (তদন্ত) কে এম জাহাঙ্গীর, সহকারী পরিদর্শক (এসআই) তপন কুমার নন্দী ও শেখ রফিকুল ইসলাম, কনস্টেবল দিপু গাঙ্গুলী, খালিদ মাসুদ, নজরুল ইসলাম, শফিউর রহমান ও ফিরোজ ইকবাল এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মী দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুরের মাছুম, সুমন, রাজিব ও সজল।

এদিকে গাইবান্ধা-৪ আসনের (গোবিন্দগঞ্জ) সাবেক এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদসহ (৬৮) ৪৯ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে।

আজ শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম. আছাদুজ্জামান মামলার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। 

এর আগে গতকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী মো. মামুন খান (২৭) গোবিন্দগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। 

মামুন গোবিন্দগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের বুজরুক বোয়ালিয়া হীরকপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। গোবিন্দগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমানকে মামলাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল (৪০), উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রধান আতাউর রহমান বাবলু (৬২), সাবেক মেয়র মুকিতুর রহমান রাফি (৪৫), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু (৪৫), উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ফরহাদ আকন্দ (৩৪), কামারদহ ইউপি চেয়ারম্যান তৌকির হাসান রচিসহ (৩৭) ছাত্রলীগ ও আওয়ামী লীগের আরও বেশ কয়েকজন নেতা-কর্মী।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম. আছাদুজ্জামান জানান, একজন শিক্ষার্থী বাদী হয়ে ৪৯ জনের নাম উল্লেখ এবং ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন। মামলাটি নথিভুক্ত করা হয়েছে (মামলা নং ৭/৩৬১, তারিখ ৩/১০/২০২৪)।

ওসি আরও জানান, আসামিরা কেউই এলাকায় নেই। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি