অবসরে গেলেন আইন সচিব গোলাম রব্বানী
প্রকাশিত : ১১:৩৬, ১০ অক্টোবর ২০২৪
আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম রব্বানীর অবসর মঞ্জুর করেছে সরকার। সরকারি চাকরি আইন অনুযায়ী ৫৯ বছর পূর্তিতে তিনি অবসরে গেলেন।
বিচার বিভাগীয় এ কর্মকর্তার অবসর মঞ্জুর করে বুধবার (৯ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। ২১ দিন আগে আইন সচিব হিসেবে গোলাম রব্বানীকে নিয়োগ দিয়েছিল সরকার।
জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো.গোলাম রব্বানীকে সরকারি চাকরি আইন অনুযায়ী ৫৯ বৎসর পূর্তিতে ৯ অক্টোবর সরকারি চাকরি থেকে অবসর মঞ্জুর করা হলো। তার ছুটি প্রাপ্যতা থাকায় ১০ অক্টোবর থেকে ২০২৫ সালের ৯ অক্টোবর পর্যন্ত ১২ মাস পূর্ণ গড় বেতনে অবসর-উত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হলো।
গত ৮ সেপ্টেম্বর মো.গোলাম রব্বানীকে আইন সচিবের চলতি দায়িত্ব দেয়া হয়। পরবর্তীতে ১৮ সেপ্টেম্বর তাকে আইন ও বিচার বিভাগের সচিব পদে নিয়োগ দেয়া হয়। এখন তার বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় অবসর মঞ্জুর করেছে সরকার।
মো. গোলাম রব্বানী ১৯৯৪ সালে সহকারী জজ হিসেবে বিচার বিভাগে যোগদান করেন। এরপর ২০১৬ সালের ৭ জানুয়ারি জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি লাভ করেন। তিনি বিসিএস ১৩তম ব্যাচের সদস্য।
সিনিয়র জেলা জজ মো. গোলাম রব্বানীকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার থাকা অবস্থায় ২০২২ সালের ৪ অক্টোবর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়। পরবর্তীতে চলতি বছরের ১ জুলাই তাকে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়।
আওয়ামী লীগ সরকারের পরিবর্তনের পর গত ১৩ আগস্ট তাকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন-১) পদে বদলি করে ঢাকায় আনা হয়।
পরে ৫ সেপ্টেম্বর আইন সচিব মো. গোলাম সারওয়ারকে ওএসডি করা হয়।
এএইচ
আরও পড়ুন