ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

আদালতে দাঁড়িয়ে ‘এই দিন দিন না আরও দিন আছে’ বললেন কামরুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৪, ১৯ নভেম্বর ২০২৪

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেপ্তারের পর আজ আদালতে তোলা হয়। এসময় এজলাসে দাঁড়িয়ে আইনজীবীদের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালতে তাকে তোলা হয়। এ সময় কামরুল ইসলামকে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ।

এসময় আসামিপক্ষ আইনজীবী  তাকে নির্দোষ দাবি করে জামিন চান। এর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ এবং রিমান্ডের স্বপক্ষে যুক্তি তুলে ধরেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত কামরুল ইসলামের কাছে জানতে চান কিছু বলবে কিনা। এ সময় কামরুল ইসলাম জানান, যে এলাকার ঘটনা তিনি সেখানকার এমপিও না। শুধু শুধু হয়রানির উদ্দেশ্যে তাকে এ মামলায় জড়ানো হয়েছে।

এরপর বিচারকের সামনে এজলাসে দাঁড়িয়ে কামরুল ইসলাম আরও বলেন, ‘আমার জুনিয়র আইনজীবীরা আজ আমাকে নিয়ে যা খুশি বলেছেন, এই দিন দিন না আরও দিন আছে’। 

এ সময় আদালতে চিৎকার করে ওঠেন বিএনপিপন্থী আইনজীবীরা। 

উভয়পক্ষের শুনানি শেষে জিয়াদুর রহমানের আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে গতকাল সোমবার রাতে কামরুল ইসলামকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়।

গত ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১ নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। নিহত ব্যবসায়ীর শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে গত ২১ আগস্ট নিউমার্কেট থানায় এ মামলা করেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি