ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের ঔদ্ধত্য আচরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৩, ২০ নভেম্বর ২০২৪

এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। বুধবার (২০ নভেম্বর) দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন তিনি। বিচারপতিরা এজলাস ছাড়ার পর দায়িত্বরত পুলিশ সদস্যরা আসামিদের কাঠগড়া থেকে হাজতখানায় নেওয়ার জন্য যান।

এ সময় জিয়াউল আহসান তাদের বলেন, কেউ আমাকে ধরবে না, কাছেও আসবে না। তোমরা মার খেয়েছ, ভবিষ্যতে আরও খাবে। আমাকে জেলখানায় কাগজ-কলম দেওয়া হয় না। আমি লিখব। আমাকে কাগজ-কলম দিতে হবে। এ সময় তাকে বেশ উত্তেজিত ও ছটফট করতে দেখা যায়।

আদালতের কার্যক্রম শেষে তাকে কারাগারে নিতে প্রিজনভ্যানে উঠানোর সময় কয়েকজন পুলিশ সদস্য তার দুই হাত ধরে রাখেন। এ সময় তিনি তাদের হাত ছেড়ে দিতে বলেন।

এর আগে আদালতে শুনানিকালে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন জিয়াউল আহসান। এ সময় তাকে বসাতে গেলে দায়িত্বরত পুলিশ সদস্যকে ধমক দেন তিনি। এজলাস ছাড়ার আগে জিয়াউল আহসানের আইনজীবী নাজনীন নাহার ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষণ করে বলেন, জিয়াউল আহসান কথা বলতে চান। এ সময় কাঠগড়া থেকে জিয়াউল আহসান বলেন, আমি কখনও আয়নাঘরে চাকরি করিনি। আমি টেকনিক্যাল দায়িত্বে ছিলাম।

এ সময় ট্রাইব্যুনাল বলেন, মামলার তদন্ত চলছে। আপনার আইনজীবী আছে। যা বলার আইনজীবী বলবেন। আইনজীবী বলার পর আপনার কিছু বলার থাকলে যোগ করবেন।

এসএস// 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি