ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

৬৫৩১ শিক্ষকের নিয়োগ বাতিলের বিরুদ্ধে শিক্ষা অধিদপ্তরের আপিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ১৬:০২, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

প্রাথমিকের তৃতীয় ধাপে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জন সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছিল তার বিরুদ্ধে আপিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়।

আগামী রোববার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার আদালতে এই আবেদনের ওপর শুনানি হবে।

গত ৬ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্তভাবে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জন সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল করে রায় দিয়েছিল হাইকোর্ট।

এ রায়ের প্রতিবাদে ওইদিনই আদালতের সামনেই বিক্ষোভ করেন নিয়োগ বঞ্চিতরা। এরপর থেকে টানা আন্দোলন করে আসছেন নিয়োগপ্রত্যাশীরা।

এর আগে ৩০ জন প্রার্থীর করা একটি রিটের প্রাথমিক শুনানি শেষে গত ১৯শে নভেম্বর হাইকোর্ট রুলসহ আদেশ দেয়। আদেশে নিয়োগ প্রক্রিয়া ছয় মাসের জন্য স্থগিত করা হয়। ফলে ছয় হাজার ৫৩১ জন উত্তীর্ণ প্রার্থীর নিয়োগ আটকে যায়। গত বৃহস্পতিবার সেই রুলের ওপর রায় দেয়া হয়।

২০২৩ সালের ১৪ জুন ওই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর ছয় হাজার ৫৩১ জন প্রার্থীকে নির্বাচন করে গত ৩১ অক্টোবর নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ৩১ অক্টোবরের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা- ২০১৯ অনুসরণ করে উপজেলাভিত্তিক মেধাক্রম অনুযায়ী নিয়োগের জন্য প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করে তালিকা প্রণয়ন করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি