ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘আমি বাদীকে চিনি না, বাদীও আমাকে চেনে না’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫১, ২৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আজ আদালত হাজির করা হয় ঢাকার উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে। এসময় তিনি প্রশ্ন করেন, আজকে কোন মামলা? কয়টা মামলা হয়েছে? এ নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে তাকে।

এর জবাবে তার এক আইনজীবী বলেন, স্যার ৬০টার মতো মামলা হয়েছে। পাশে থাকা আরেক আইনজীবী বলেন, না স্যার ৫৬টা মতো মামলা হয়েছে। তখন আতিকুল ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি বাদীকে চিনি না, বাদীও আমাকে চেনে না’। 

সোমবার ( ২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে আইনজীবীর সঙ্গে তিনি এই আলাপ করেন।

এদিন আতিকুলকে আদালতে হাজির করা হয়। এরপর বাড্ডা থানার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। 

শুনানি শেষে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত। পরে পুলিশ প্রহরায় তাকে আদালত থেকে হাজতখানায় নেওয়া হয়।

এর আগে, গত ১৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি