মোরশেদ খানের মামলা পুনর্তদন্তে হাইকোর্টের আদেশ বহাল
প্রকাশিত : ১২:১৭, ৮ মার্চ ২০১৮
সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, তাঁর স্ত্রী নাসরিন খান ও ছেলে ফয়সাল মোরশেদ খানের অর্থ পাচার মামলায় পুনর্তদন্ত করতে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এই আদেশের ফলে মামলার পুনর্তদন্ত চলতে আর বাধা নেই।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আগে গত মঙ্গলবার শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত। সেদিন মোরশেদ খানের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের জানিয়েছিলেন, হাইকোর্ট মামলাটি পুনর্তদন্ত করতে নির্দেশ দেওয়ায় এর বিরুদ্ধে মোরশেদ খান লিভ টু আপিল করেছিলেন।
মামলার নথি থেকে জানা যায়, অর্থ পাচারের অভিযোগে ২০১৩ সালে মোরশেদ খান, তাঁর স্ত্রী, ছেলেসহ তিনজনের নামে একটি মামলা দায়ের করা হয়। পরে ২০১৫ সালে চূড়ান্ত প্রতিবেদন দেয় দুদক। এরপর আদালত তাঁদের অব্যাহতি দেয়। আদালতের অব্যাহতি আদেশের পর ঢাকার বিশেষ আদালতে দুদকের পক্ষ থেকে নারাজি আবেদন করা হলে সেটি খারিজ হয়ে যায়। বিচারিক আদালতের এ খারিজ আদেশের বিরুদ্ধে দুদক হাইকোর্টে একটি রিভিশন আবেদন করে। পরে ২০১৬ সালের ৯ নভেম্বরের রায়ে মামলাটি পুনর্তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট।
একে// এআর
আরও পড়ুন