খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশ রোববার
প্রকাশিত : ১৬:৫২, ৮ মার্চ ২০১৮
কারাবন্দী খালেদা জিয়ার করা জামিনের আবেদনের ওপর আগামী রোববার আদেশ দেবেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এই দিন নির্ধারণ করেন।
জানা গেছে, আগামী রোববার বিচারপতি এম ইনায়েতুর রহীম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে।
খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন আদালতে বলেন, ‘১৫ দিনের মধ্যে নথি আসার বিষয়ে আদেশ দেওয়া হলেও ১৬ দিন পেরিয়ে গেছে। আমরা এখনও নথির বিষয়ে কিছুই জানি না।’ তখন আদালত বলেন, এ বিষয়ে আদেশ দেওয়া হবে আগামী রোববার।
খালেদা জিয়ার আইনজীবীরা জানিয়েছেন, এ মামলায় জামিন হবে খালেদা জিয়ার। দুদকের মামলায় ৫-১০ বছরের সাজা হলেও আসামির জামিনের নজির আছে বলে জানান তারা। তবে দুদকের আইনজীবীরা জানিয়েছেন, খালেদা জিয়ার জামিনের বিরোধিতা করবেন তারা।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা দায়ের করে। গত ৮ ফেব্রুয়ারি জিয়া এ মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হয়। এরপর পুরান ঢাকার পুরোনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়াকে রাখা হয়।
একে//
আরও পড়ুন