ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

খালেদা জিয়ার জামিন আদেশ সোমবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৮, ১১ মার্চ ২০১৮ | আপডেট: ১৩:২৮, ১১ মার্চ ২০১৮

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে জামিন দেওয়া হবে কি-না সে বিষয়ে আগামীকাল সোমবার আদেশের দিন পুনর্নির্ধারণ করেছেন আদালতে। খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশের দিন নির্ধারণ করা ছিল আজ রোববার। কিন্তু নথি না আসায় আদালত নতুন এ সময় নির্ধারণ করেছেন। 

রোববার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

জানা গেছে, আগামীকাল সোমবার দুপুর ২টায় জামিন বিষয়ে আদেশের দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জামিন বিষয়ে আজ রোববার দিন ধার্য করেছিলেন হাইকোর্ট। হাইকোর্টে মামলাটি কার্যতালিকার এক নম্বরে রাখা ছিল।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয় আসামির সবাইকে মোট ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা ৮০ পয়সা অর্থদণ্ডে দণ্ডিত করেন আদালত। এ অর্থ দণ্ডের টাকা প্রত্যেককে সমান অঙ্কে প্রদান করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়। রায় ঘোষণার পরপরই তাকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তখন থেকে কারাগারে আছেন খালেদা জিয়া।

একে//এসএইচ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি