ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

চাঁদপুরে হত্যা মামলায় তিনজনের ফাঁসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩২, ২৮ মার্চ ২০১৮ | আপডেট: ১৪:১০, ২৮ মার্চ ২০১৮

চাঁদপুরে মাসুদ রানা নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে তিনজনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। প্রায় নয় বছর আগের মামলায় চাঁদপুরের জেলা ও দায়রা জজ মামুনুর রশীদ আজ বুধবার এ রায় দেন।
 
প্রাণদণ্ডে দণ্ডিতরা হলেন- চাঁদপুর মতলব উত্তর উপজেলার সুফিয়ান আহমেদ ওরফে শিবির, সাইফুর ইসলাম ওরফে সুজন ও মো. শরীফ সরদার।

রায় ঘোষণার সময় তারা তিনজনই কাঠগড়ায় উপস্থিত ছিলেন।     
 
মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২৬ ফ্রেব্রুয়ারি মাসুদ রানাকে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভাই ফারুক ব্যাপারী মামলা করেন।  
তদন্ত শেষে পুলিশ ওই বছরের ৩০ মে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিলে মামলার বিচার কাজ শুরু হয়। ৯ বছর পর এ মামলার রায় ঘোষণা হলো আজ।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি