ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

র‌্যাবের চেকপোস্টে হামলার তদন্ত প্রতিবেদন ৮ মে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৭, ১ এপ্রিল ২০১৮

রাজধানীর খিলগাঁওয়ে র‌্যাবের চেকপোস্টে হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়ে আগামী মে নতুন দিন ধার্য করেছেন আদালত।  রোববার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মহানগর হাকিম আমিনুল হক আদেশ দেন।

খিলগাঁও থানার সাধারণ নিবন্ধক কর্মকর্তা আশরাফ ইসলাম পুলিশের (উপ-পরিদর্শক) গণমাধ্যমকে এ তথ্য জানান।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৮মার্চ ভোর ৪টার দিকে খিলগাঁওয়ে র‍্যাবের চেকপোস্টে শেখের জায়গা নামক স্থানে কটি মোটরসাইকেল করে এসে জঙ্গি হামলার চেষ্টা করা হয়। এ সময় সেখানে থাকা র‍্যাব সদস্যরা গুলি চালালে হামলাকারী গুরুতর আহত হন। একইসাথে আহত হন ২ র‍্যাব সদস্য। পরবর্তীতে আহত হামলাকারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওই ঘটনার পর র‍্যাব-৩ এর উপ-সহকারী পরিচালক কাজী হাসানুজ্জামান অজ্ঞাত আসামি করে খিলগাঁও থানায় একটি মামলা করেন।

 

আর / এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি