ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা

আজ খালেদার আদালতে হাজিরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৫, ৫ এপ্রিল ২০১৮ | আপডেট: ০৮:৪০, ৫ এপ্রিল ২০১৮

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বৃহস্পতিবার কারাগার থেকে আদালতে হাজির করার দিন ধার্য রয়েছে।

রাজধানীর পুরান ঢাকার বকশিবাজার আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালতে মামলাটির যুক্তি উপস্থাপনের দিন ধার্য রয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত হয়ে ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন খালেদা জিয়া।

গত ২৮ মার্চ খালেদা জিয়াকে আদালতে হাজির করার দিন ধার্য থাকলেও অসুস্থতার কারণে তাকে হাজির করা হয়নি।

কারা কর্তৃপক্ষ জানায়, তিনি অসুস্থ। এ পর্যায়ে খালেদা জিয়ার জামিন ৫ এপ্রিল পর্যন্ত বর্ধিত করে মামলার পরবর্তী দিন ধার্য করেন ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান। সম্প্রতি কারাগারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি মেডিকেল বোর্ড তাকে দেখে এসেছেন। তারা জানান, খালেদা জিয়া অসুস্থ, তবে গুরুতর নয়।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি