ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

বাস পোড়ানো মামলা

গ্রেফতার দেখানো হলো খালেদা জিয়াকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৭, ৮ এপ্রিল ২০১৮

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্টলবোমা মেরে হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার দেখিয়েছেন কুমিল্লার একটি আদালত। খালেদা জিয়ার আইনজীবী এডভোকেট কাইয়ুমুল হক রিংকু এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার কুমিল্লার জ্যেষ্ঠ মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. মোস্তাইন বিল্লাল এ আদেশ দেন।

খালেদা জিয়ার আইনজীবীরা এদিন কুমিল্লার এ মামলায় তার জামিনের আবেদন করলে তা শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন রেখেছেন আদালত।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি সকালে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে আটজন যাত্রী দগ্ধ হয়ে নিহত হন। ওই ঘটনায় আহত হন আরও ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে খালেদা জিয়াসহ ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

একে// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি