ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

নাইকো দুর্নীতি মামলা

খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ মে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৯, ১৯ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৪:১৬, ১৯ এপ্রিল ২০১৮

নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের (চার্জশিট) শুনানি ১৩ মে। আজ বৃহস্পতিবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ মাহমুদুল হাসানের আদালতে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়ার পক্ষে তাঁর আইনজীবী সময়ের আবেদন করলে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন।

খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ বিষয়েটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

২০১৬ সালের ৩০ নভেম্বর এ মামলায় খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থন করে জামিন নেন। ২০১৬ সালের ১৮ জুন এ মামলাটি বিচারিক আদালতে চলবে বলে রায় দেন হাইকোর্ট।

মামলায় বলা হয়, ২০০৭ সালের ৯ ডিসেম্বর কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম নাইকো দুর্নীতি করেন।

পরবর্তী সময়ে, ২০০৮ সালের ৫ মে এ মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।

প্রসঙ্গত, জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে বিএনপি শীর্ষ নেত্রী বর্তমানে কারাগারে। একই মামলায় ১০ বছর দণ্ডিত হয়েছে বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমান; যিনি এখন লন্ডন অবস্থান করছেন।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি