ব্যাংক পরীক্ষায় ডিভাইস ব্যবহার: গ্রেফতার ৫
প্রকাশিত : ২০:২৬, ২১ এপ্রিল ২০১৮
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ সোনালী ব্যাংক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় অংশ নেওয়া চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে। শুক্রবার সকাল পৌনে ১০টা থেকে ১১টা ৩৫ মিনিটের মধ্যে ডিবি উত্তর বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম অভিযান চালিয়ে রাজধানীর ইডেন মহিলা কলেজ, মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয় এবং তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্র থেকে তাদের গ্রেফতার করে।
ডিভাইস ব্যবহারের ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন- মো. আহসানুজ্জামান, মমিনুল ইসলাম ওরফে মমিন (২৯), রিয়াশদ হোসেন সেতু (৩০), শামসুজ্জামান ওরফে পলাশ (২৯) ও রাশিদুল ইসলাম ওরফে তাজুল (৩১)।
গ্রেফতারকৃতরা বিশেষ ধরনের ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল ফোন ব্যবহার করেছিল উল্লেখ করে গোয়েন্দা পুলিশ জানায়, পরীক্ষায় অংশগ্রহণ করে তারা বিশেষ ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করেছে। এছাড়াও তারা মোটা অংকের টাকার বিনিময়ে হলের বাইরে থেকে প্রশ্নের উত্তর সরবরাহ করত। এর ফলে তাদের বিরুদ্ধে লালবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এমএইচ/এসি
আরও পড়ুন