ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

গাজীপুরে হত্যা মামলায় ১৩ জনের ফাঁসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৩, ২৩ এপ্রিল ২০১৮

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এক হত্যা মামলায় ১৩ জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া সোমবার এই রায় দেন।
এ আদালতের অতিরিক্ত পিপি মকবুল হোসেন কাজল গণমাধ্যমকে জানান, প্রায় দুই যুগ আগের এ হত্যা মামলার রায় ঘোষণার সময় সাত আসামি আদালতে উপস্থিত ছিলেন, বাকিরা পলাতক রয়েছেন।
মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচারক প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানা করেছেন বলে জানান তিনি।  
মামলার বিবরণে জানা যায়, ১৯৯৫ সালে কালীগঞ্জের ঈশ্বরপুর গ্রামে বিল্লাল হোসেন বিলুকে হত্যা করেন আসামিরা। তখন তার বয়স ছিল ৪৫ বছর।
এ ঘটনায় তার স্ত্রী কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ১৩ জনের নামে আদালতে অভিযোগপত্র দিলে বিচারক অভিযোগ গঠন করে বিচার শুরু করে।
/এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি