ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

রাজীবের দুই ভাইকে কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৪, ৮ মে ২০১৮

রাজধানীতে দুই বাসের চিপায় হাত হারিয়ে নিহত তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব হাসানের দুই ভাইকে ক্ষতিপূরণ হিসেবে এক কোটি টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
 স্বজন পরিবহনের গাড়ির মালিক এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিসি) সমানভাবে ভাগ করে এই টাকা দিতে বলা হয়েছে।
আগামী ২৫ জুনের মধ্যে রাজীবের খালা এবং স্থানীয় জনপ্রতিনিধির ছেলে শুল্ক কর্মকর্তা ওমর ফারুকের যৌথ অ্যাকাউন্টে ৫০ লাখ টাকা দিতে বলা হয়। বাকি টাকা কবে দিতে হবে, তার জন্য ২৫ জুন আদেশ দেবেন আদালত। ওই দিন বিআরটিসি কর্তৃপক্ষককে অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়।
এর আগে গতকাল রাজীবের খালা ও দুই ভাইকে আদালতে আসতে বলেছিলেন হাইকোর্ট। সে অনুযায়ী সকালেই তাঁরা হাইকোর্টে হাজির হন।
রাজধানীতে দুই বাসের চিপায় হাত হারানো তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব হাসান চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গত ৩ এপ্রিল দুই বাসচালকের বেপরোয়া গাড়ি চালানো শিকার হন রাজীব। দুই বাসের চাপে হাত কাটা পড়ে রাজীবের। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের পর ৪ এপ্রিল রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
হাইকোর্ট অন্তর্বর্তীকালীন নির্দেশনার পাশাপাশি রুল জারি করেন। রাজীবের চিকিৎসার খরচ স্বজন পরিবহন মালিক এবং বিআরটিসিকে বহনের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে ক্ষতিপূরণ হিসেবে এক কোটি টাকা দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান আইন কঠোরভাবে কার্যকর করতে কেন নির্দেশনা দেওয়া হবে না এবং প্রয়োজনে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আইন সংশোধন বা নতুন করে বিধিমালা প্রণয়নের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। এ রুল এখন বিচারাধীন। কিন্তু রাজীব ১৬ এপ্রিল সোমবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে মারা যান। ৬ মে এই তথ্য আদালতকে জানান আইনজীবী।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি