‘দোষী হলে তুরিন আফরোজের শাস্তি হবে’ [ভিডিও]
প্রকাশিত : ২২:৫৮, ১০ মে ২০১৮ | আপডেট: ২৩:০৬, ১০ মে ২০১৮
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে সব কার্যক্রম থেকে অব্যহতি দেয়া হয়েছে।
মানবতা বিরোধী অপরাধ মামলার এক আসামীর সঙ্গে বৈঠকের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে অব্যাহতি দেয়া হয় বলে জানিয়েছেন চীফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু। তিনি বলেছেন, অপরাধ করলে কাউকে ছাড় দেয়া হবে না।
এই ঘটনার পর প্রসিকিউশন প্যানেল পুনর্গঠন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল।
যুদ্ধাপরাধ মামলার অন্যতম আসামি এনএসআই’র সাবেক মহাপরিচালক ওয়াহিদুল হকের সাথে ব্যারিস্টার তুরিন আফরোজের গোপন বৈঠকের বিষয়টি সম্প্রতি প্রকাশ পায় গণমাধ্যমে।
এরই মধ্যে এ’ সংক্রান্ত সিডি ও নথি পৌঁছেছে আইন মন্ত্রণালয়ে। এরপর ট্রাইব্যুনালের সকল কার্যক্রম থেকে অব্যহতি দেয়া হয় তুরিন আফরোজকে। ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু বলেন, অপরাধ করলে কাউকে ছাড় দেয়া হবে না।
তিনি আরও বলেন, এই অভিযোগের ঘটনায় বিব্রতকর অবস্থায় পড়েছেন প্রসিকিউটররা। তারা বলছেন, এতে আস্থার সংকট সৃষ্টি হবে।
এ’ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যারিস্টার তুরিন জানিয়েছেন, উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই ট্রাইব্যুনালের সব কাজ করেছেন তিনি।
এদিকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম বলেছেন, অভিযোগ শোনার পর তিনি প্রসিকিউশন টিমকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন।
এরআগে পেশাগত অসদাচরণের কারণে ২০১৬ সালে প্রসিকিউটর মোহাম্মদ আলী ও এ কে এম সাইফুল ইসলামকে অব্যহতি দেয়া হয় প্রসিকিউশন টিম থেকে।
ভিডিও:
এসি
আরও পড়ুন