ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মাদক থাকলে ক্যাম্পের পাশে ফেলে যান: বেনজীর আহমেদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৩, ১৪ মে ২০১৮ | আপডেট: ১৩:২২, ১৫ মে ২০১৮

র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, মাদক প্রতিরোধে আইনি ব্যবস্থায় যতো কাঠামো আছে তার সর্বোচ্চ প্রয়োগ করবে র‌্যাব। যেসব ব্যবসায়ীর হাতে এখনও মাদক আছে তা র‌্যাবের বিভিন্ন ক্যাম্পের পাশে ফেলে যান। সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, মাদক এখন জাতীয় সমস্যা। সবার সহযোগিতা নিয়ে সর্বগ্রাসী এ সমস্যাকে রুখতে হবে। মাদকের মূলোৎপাটন করা হবে। তারা যাতে আইনের কোনো ফাঁক দিয়ে পার পেতে না পারে এজন্য আইনজীবীদেরও সহযোগিতা প্রয়োজন।

মাদকের বিরুদ্ধে গত ৪ মে থেকে সারাদেশে র‌্যাবের বিশেষ অভিযান চলছে। এই অভিযানে এক হাজার ৪১৫ জন মাদক ব্যবসায়ী এবং মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়েছে এবং ৩৮১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান বেনজীর আহমেদ।

মাদক নির্মূলে রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, ধর্মীয় নেতা, সাংবাদিক, মানাবাধিকার কর্মী, সোশ্যাল অ্যাকিটিভিস্ট ও অভিভাবকসহ সমাজের সব স্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন র‌্যাব মহাপরিচালক।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি