ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মাদারীপুরে ব্যবসায়ীকে হত্যায় দায়ে ৪ জনের ফাঁসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৭, ১৪ মে ২০১৮

মাদারীপুরে পাঁচ বছর আগে ব্যবসায়ী সোহেল মল্লিককে হত্যার দায়ে তার তিন মামা ও সৎ ভাইকে মৃত্যুদণ্ড দিয়ে আদালত। সোমবার মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরিফ উদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- সোহেলের তিন মামা খালেক হাওলাদার, মিজানুর হাওলাদার ও শাহিন হাওলাদার এবং মায়ের দ্বিতীয় পক্ষের ছেলে আল-আমিন খান।

আসামিরা জামিনে পলাতক রয়েছেন বলে মাদারীপুর আদালতের পিপি এমরান লতিফ জানান।

মামলার বিবরণে বলা হয়, শিবচরের বহেরাকান্দি ইউনিয়নের জাদুয়ারচর গ্রামের সিদ্দিক মল্লিকের ছেলে সোহেল স্থানীয় একটি বাজারে পোশাকের দোকান চালাতেন। ওই এলাকার মামা বাড়ির একটি ঘরে থাকতেন তিনি। সম্পত্তি নিয়ে সোহেলের সঙ্গে তার তিন মামা ও সৎ ভাইয়ের বিরোধ ছিল। এর জেরে ২০১৩ সালের ৮ আগস্ট রাতে তারা সোহেলকে কুপিয়ে হত্যা করে।

ঘটনার পরদিন সোহেলের বাবা বাদী হয়ে চারজনের নামে শিবচর থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ১৭ জুলাই পুলিশ সব আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিলে মামলার বিচারকাজ শুরু করে আদালত।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি